দেশজুড়ে

মোবাইল ফোন কেড়ে নিলো মা; অভিমানে কিশোরের আত্নহত্যা

এ আর রুহুল আমিন হাজারী, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নিলে মায়ের সাথে অভিমান করে মো: মোজাম্মেল হোসেন মজুমদার (১৭) নামের এক কিশোরের আত্নহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

নিহত মোজাম্মেল হোসেন মজুমদার (১৭) উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতঘরিয়া মজুমদারবাড়ীর মৃত আব্দুল মতিন মজুমদারের ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশি সৃত্রে জানা যায়- কিশোর মোজাম্মেল হোসেন মোবাইল গেইমে আসক্ত ছিলো। যার কারনে গত কয়েকদিন আগে তার মা ও পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলটি কেড়ে নিলে সে জের ধরে আত্নহত্যা করেছে বলে জানা যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রন্জ্ঞন চাকমা জানান খবর পাওয়ার সাথে সাথে পুলিশ রাতেই ঘটনাস্থলে হাজির হয়ে ঘরের তীরে সাথে জুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button