রূপগঞ্জে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দ্বিপচয় চক্রবর্তী (৯) নামে তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সোমবার বেলা ১১ টায় ভক্তবাড়ি ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। একদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকাল ৮ টার দিকে তার লাশ শীতলক্ষ্যা নদে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। নিহত দ্বিপচয় ব্রা²ণখালী এলাকার দিলীপ চক্রবর্তীর ছেলে।
নিহত স্কুল শিক্ষার্থীর পিতা দিলীপ চক্রবর্তী জানান, সোমবার বেলা ১১ টার দিকে তার ছেলে স্থানীয় দুজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীর ভক্তবাড়ি ঘাটে গোসল করতে নামে। এসময় তারা সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। একপর্যায়ে দ্বিপচয় চক্রবর্তী পানিতে ডুবে নিঁখোজ হয়ে যায়। দুই বন্ধু সাঁতরিয়ে বাড়িতে খবর দিলে স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। মঙ্গলবার সকালে তার লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।