দেশজুড়ে

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আটক-১

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. জসিম (৩৭) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪শে আগষ্ট) বিকালে তাকে আটক করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল পৌনে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার রামগোপালপুর গোয়ালঘুন্নি এলাকার জনপ্রিয় কমিউনিটি সেন্টারের এর সামনের পাকা রাস্তা থেকে মো. জসিম (৩৭) নামের মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উল্লেখ্য, আসামী মো. জসিম এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আটক মো. জসিম মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার গোপাল নগর এলাকার মজিবুর শেখ এর ছেলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button