দেশজুড়ে

গোপালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবীরকে দীর্ঘ নয় বছর পর বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল এগারোটায় এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনার উদ্বোধক ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এম শামীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button