জাতীয়

আগস্ট মাস বেদনার ও ষড়যন্ত্রের মাস: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্চ মাস যেমনি অর্জনের মাস তেমনি আগস্ট মাস হচ্ছে বেদনা ও ষড়যন্ত্রের মাস। এ মাসে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক হামলা ও ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোলা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনসহ মার্চ মাসের সকল গৌরবের তারিখ তুলে ধরেন। একই সঙ্গে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিষয়গুলো তুলে ধরেন।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জঙ্গি বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভোলা-৩ আসনের সংসদ সদস্য মাদকসেবীদের বিষয় তুলে ধরে বলেন, এরা হলো দল ও পরিবারের জন্য বোঝা। ভোলা-২ আসনের সংসদ সদস্য বলেন, মেঘনা ও তেতুঁলিয়া নদী আমাদের মৎস্য আহরণের ক্ষেত্র। তাই এই দুই নদীতে জলদস্যুমুক্ত রাখতে হবে।

জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী ওই সভায় সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button