দেশজুড়ে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

মোহাম্মদ তন্ময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডশনের সহযাগীতায় পিকএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভোলার তজুমদ্দিনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) বিকালে উপজলার শম্ভুপুর খাসরহাট পল্লী সেবা সংস্থার কার্যালয়র হলরুম বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

পল্লী সেবা সংস্থার নির্বাহি পরিচালক আলহাজ্ব ফারুক হাসনর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, উপজলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: রাসেল মিয়া, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান একএম শহিদুল্যাহ কিরন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব মজবাহ উদ্দিন সম্রাট, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন, অভিভাবক মাও. মো: কামাল উদ্দিন, শিক্ষার্থী মো: সুমন প্রমুখ।
উল্লেখ্য ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রােগ্রামের কো-অর্ডিনর পরিতাষ বড়ুয়া। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় সংস্থার অডিট অফিসার তরুন কুমার দাস।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button