দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

0
90

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলার সদ্য যোগদানকৃত ইউএনও মোঃ সোহেল রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো “দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাব”। ২৩ আগস্ট সোমবার দুপুর ১২ টায় নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,সিনিয়র সহ-সভাপতি জিএম কিবরিয়া, সহ-সভাপতি শারমিন পলি,রাশেদুল ইসলাম। সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সহ-সম্পাদক শাহীন আলম, নাজমুল হুদা, আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম,প্রচার সম্পাদক সিজার আলীসহ সংগঠনের সদস্য উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ।

নির্বাহী দপ্তর সুত্রে জানা যায়, তিনি গত ১৯ আগষ্ট সকাল ১০ টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি আদেশে পদোন্নতি পাওয়ার পর তিনি সেখান থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখায় যোগদান করেন।