পুনাক এর উদ্যােগে প্রায় ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

0
88

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: সোমবার (২৩ আগস্ট ২০২১খ্রীষ্টাব্দ) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যােগে প্রায় ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরনকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে পুনাক আয়োজিত ত্রাণ বিতরণ এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি জনাব রোজালিন ফারহানা লাভলী।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জনাব মোঃ শাহবুদ্দিন কবির সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।