শেরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ আটক-১
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৩ আগষ্ট ২০২১ সোমবার দুপুরে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মিস্টার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃর্ত্বে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর সদর থানাধীন চাপাতলী কসাই পাড়া এলাকা থেকে কুখ্যাত এই মাদক ব্যবসায়ী মো. মিস্টারকে হেরোইন সেবনরত অবস্থায় ও হেরোইনের পুড়িয়াসহ তার নিজ বসত বাড়ির ঘর থেকে আটক করা হয়।
শেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীন ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- জরিমানা করে তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।