দেশজুড়ে

অসুস্থ পুলিশ সদস্যেকে আর্থিক সহায়তা দিলেন এসপি নাসির উদ্দিন আহমেদ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে কিডনিজনিত রোগে আক্রান্ত কনস্টেবল এমন শাহীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা যায় ,কনস্টেবল নং- ২২৭/এম শাহীন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত অবস্থায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে জামালপুর জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন।

এরই প্রেক্ষিতে ২২ আগষ্ট ২০২১ রবিবার জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবেদনকারীর স্ত্রীর হাতে নগদ ৩০,০০০(ত্রিশ) হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ ।

কনস্টেবল এমন শাহীনের স্ত্রী এই অনুদান পেয়ে জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি সকলের কাছে তার স্বামীর রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button