দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাড়িতে দিনদুপুরে চুরি

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক শিক্ষকের বাড়ির দেওয়াল টপকে দিনদুপুরে চুরি হওয়ার ঘটনা ঘটে।

রবিবার (২২ আগষ্ট) দুপুরবেলা উপজেলার মীরডাঙ্গী বাজারের পাশে নেকমরদ -রাণীশংকৈল মহাসড়ক সংলগ্ন,বনগাঁও দাখিল মাদ্রসার শিক্ষক ইব্রাহিম আলীর (কাজী) বাড়ির দেওয়ার টপকে এই চুরির ঘটনা ঘটে।

সে সময বাসায় কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দেওয়াল টপকে বাসায় ডুকে সাবল দিয়ে বারান্দার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

ঘরের আলমারিতে থাকা দুই ভরি স্বর্ন অলংকার সহ নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

চলে যাবার সময় চুরি করার ব্যবহৃত সাবল ও গেটের তালাটি মাটিতে ফেলে রেখে যায়। ঘরের আসবাব পত্র এলোমেলো করে ফেলে দেয়।

বাড়ির মালিক শিক্ষক ইব্রাহিম কাজী জানান, বাসায় কেউ ছিলেনা। আমার স্ত্রী চাকরির সুবাদে বাহিরে গিয়েছিলেন। আমি জমিতে হাল চাষের জন্য মাঠে গিয়েছিলাম। ছোট ছেলে সাদ তার পরিক্ষার এসাইনমেন্ট জমা দিতে তার শিক্ষা প্রতিষ্ঠানে যায় বাসায় কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দিনেদুপুরে চোরের আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায়।

থানা পরিদর্শক (ওসি) তদন্ত আব্দুল লতিফ সেখ দিনেদুপুরে হওয়া চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন । তিনি ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। এবিষয়ে কোন অভিযোগ পেলে আমরা পুরোপুরি ব্যবস্থা গ্রহন করব।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button