বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

0
82

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চোখের চিকিৎসা এবং ছানি রোগীদের বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট -২০২১ রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার মরিচা ইউনিয়নের চোদ্দহাত কালী সাতখামার উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবিরের আয়োজন করে ঠাকুরগাঁও সালান্দরের গ্রামীণ চক্ষু হাসপাতাল।

১১ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ও গ্রামীণ ব্যাংকের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ডাঃ আজিজুল আলম খান সাদী চক্ষু ক্যাম্পে সর্বমোট ৯২ জনের চোখের চিকিৎসা শেষে ১৫ জন ছানী রোগীকে সল্পমূল্যে অপারেশনের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালে প্রেরন করেন।

উল্লেখিত চক্ষু শিবিরের উদ্বোধন করেন মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। এসময় উপস্থিত ছিলেন আয়োজক গ্রামীণ চক্ষু হাসপাতালের প্রফুল্ল চন্দ্র রায়, মন্জিলা বেগম, রেবেকা বেগম, রীনা রায়, রত্না রায় প্রমূখ।