দেশজুড়ে

খুলনায় জাল সনদ তৈরী চক্রের ২ সদস্য গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি বিশেষ টীম । প্রতারক চক্রটি সকল একাডেমিক জাল সার্টিফিকেট, এনআইডি কার্ড, জাল জন্ম নিবন্ধন ফরম, এইচএসসি’র ভুয়া সনদপত্র, জালকৃত ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন সংস্থার ভূয়া নিয়োগপত্র তৈরীর কারিগর। এসব ভূয়া সনদ তৈরির মাধ্যমে প্রতারণার মাধ্যমে সহজ-সরল প্রকৃতির মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি।
১৯ আগষ্ঠ বৃহস্পতিবার রাতে খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতর করেছে র‌্যাব-৬। এঘটনায় খালিশপুর থানায় গত ১৬ আগস্টের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো – খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের মোঃ মোকাম মোল্লার ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫২) ও একই এলাকার মুজগুন্নি উত্তরপাড়ার মৃত ফকরুল আলমের ছেলে নাজমুল আলম (৩৬)।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব – ৬ এর সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ মোস্তাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারনা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে। যাদের কাছ থেকে প্রতারক তরিকুল চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র‌্যাব-৬’র একটি আভিযানিক দল এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে।

উল্লেখ্য, এই ঘৃন্য প্রতারণামূলক কার্যক্রমের জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button