দেশজুড়ে

নান্দাইলে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কীটনাশক জাতীয় ঔষধ খেয়ে নোমান (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নোমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। শনিবার (২১আগষ্ট) রাত ১টায় এ ঘটনা ঘটে।

জানাযায়, নোমানের বাবা খোরশেদ মিয়া তার ফলিত শসা বাগানের পোকা দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরের এক কোণে রেখে দেন।

শনিবার সন্ধ্যার দিকে নোমান কীটনাশক কে না চিনে পরিবারের অজান্তেই তা খেয়ে ফেলে। কীটনাশক খাওয়ার কিছুক্ষণ পরেই বমি করতে শুরু করে তখন বিষয়টি পরিবারের জানাজানি হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন নোমানকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই রাত একটার দিকে চিকিৎসারত অবস্থায় নোমানের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button