গোপালপুরের দ্রুতগামী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে আহত ৫

0
119

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের দ্রুতগামী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে ঘাটাইল সদর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোপালপুর উপজেলার বাসযাত্রী নোমান, ট্রাকের হেলপার সরিষাবাড়ী উপজেলার জাহিদুল ইসলাম, সুপারভাইজার গোপালপুর উপজেলার মোহাম্মদ জিন্না ও ড্রাইভার ধনবাড়ী উপজেলার আবু বকর এবং মোটরসাইকেল চালক সুমন।

সকাল সাতটার দিকে গোপালপুর থেকে ছেড়ে যাওয়া একটি বাস ঘাটাইল সদর জামে মসজিদের সামনে পৌঁছালে অপরদিক থেকে একটি মোটরসাইকেল বাসের সামনে চলে আসে।

এসময় বাসের চালক মোটরসাইকেল চালককে রক্ষা করতে বামদিকে চাপিয়ে দিলে অপরদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা বাসের ধাক্কা লাগে।

এতে বাসের এক যাত্রী, ট্রাকের হেলপার, সুপারভাইজার ও চালক এবং মোটরসাইকেল চালক আহত হন। পরে স্থানীয়রা আহত বাসযাত্রীকে হাসপাতলে নিয়ে যায়।

এদিকে ট্রাকে আটকে থাকা চালকসহ কয়েকজনকে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে তাদেরকে উদ্ধার করেন। আহত নোমানের অবস্থা আশঙ্কাজনক।