মুন্সীগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া ও গনভোজ

0
80

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে আগষ্ট) দুপর ৩টায় টংঙ্গীবাড়ি উপজেলার ধামারন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা শামছুল আলম শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের নির্দেশে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুল আলম শাহিনের ব্যক্তিগত অর্থায়নে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.সোহানা তাহমিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির রায়হান খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন দেওয়ান, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বেপারী, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর রহমান খান, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফকির। এছাড়াও আঃ গনি মেম্বার, লুৎফা মেম্বার, কবির মোল্লা, বিপ্লব শেখ, শাহাবুদ্দিন হালদার, জাকির দেওয়ান, জাকির মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে গণভোজের খাবার বিতরণ করা হয়।