ধামরাইয়ে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা

0
78

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া ভোলানাথ স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে ভাই ভাই এন্টারপ্রাইজের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ শে আগস্ট -২০২১ খ্রীস্টাব্দ) বিকাল ৫ ঘটিকার সময় ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী, ভাই ভাই এন্টারপ্রাইজের সত্তাধিকারী, আসন্ন ইউনিয়ন নির্বাচনে, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন মোল্লা এর সভাপতিত্বে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা- ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এম পি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু), ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,ধামরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন,, গাংগুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের হাজারো নারী-পুরুষ এ’সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা ও ভালবাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে সকল নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পর উপস্থিত সকলে প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন।