“দেশ ও জাতির কল্যাণে নেতৃবৃন্দকে জীবন বাজি রেখে কাজ করে যেতে হবে”

0
99

২০ আগষ্ট শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার আয়োজনে আশিয়ানা রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন দায়িত্বশীলদেরকে উপরোক্ত কথা বলেন।

থানা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন; করোনা মহামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের ত্যাগ জাতীকে অনন্তকাল মনে রাখতে হবে। দূর্নীতিতে নিমজ্জিত স্বাস্থ্য খাত যখন মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার নিয়েও দূর্নীতিতে হাবুডুবু খাচ্ছে তখন করোনা উপসর্গে/আক্রান্ত হয়ে মৃতদের নিজেদের কাঁধে তুলে নিয়ে মুসলিমদের কাফন-দাফন আর অমুসলিমদের সৎকার কাজ করেছে আমাদের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন; নিজস্ব ভলিন্টিয়ারদের মাধ্যমে জীবনের ঝুঁকি আক্রান্তদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সরবরাহের নজির স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটাই ইসলামের শিক্ষা। করোনার সময়ের ত্যাগকে স্মরণে রেখে আমাদের প্রতিটি নেতাকর্মীদেরকে জনকল্যাণমূখী কার্যক্রমে অগ্রনী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।