দেশজুড়ে
নিজেকে নির্দোষ দাবি মেয়র সাদিকের
ইউএনও’র বাসায় হামলার ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। শনিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মেয়র বলেন, আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেবো তবুও দলের কোনো ক্ষতি হতে দেবো না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়রের মতে, আমি যদি সত্যিকারের দোষী হয়ে থাকি আমার বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমাকে এ মামলায় গ্রেফতার করতে চাইলে আমাকে খুঁজতে হবে না, আমার বাড়িও ঘেরাও করতে হবে না। আমাকে বললে আমি নিজেই থানায় যাবো। আমি সারাদেশে পরিচিত মুখ, আমি পালিয়ে যাবো না।