২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের রায় বাস্তবায়ন দাবি
শিমুল দিনাজপুর প্রতিনিধিঃ ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত পলাতক বিএনপি নেতা তারেক রহমানসহ জড়িত সকল আসামিকে গ্রেপ্তার এবং বিচারের রায় দ্রæত বাস্তবায়নের দাবিতে আজ শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আইভি রহমানসহ দলীয় সেতাকমীদের হত্যা এবং দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যায় চেষ্টায় জড়িতদের কঠিন শাস্তির আনার দাবি জানিয়েছে সংগঠনের নেতারা। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি তানভির ইসলাম রাহুল, সাধারন সম্পাদক গোলাম ইতিয়াজ ইনাম এবং সদর উপজেলা কমিটি আহবায়ক আসাদুজ্জামান চঞ্চলসহ অন্যান্যরা।
এছাড়াও দুপুরের দিকে বাসুনিয়াপট্রিস্থ দলীয় কার্যালয়ে আওয়ামীগের সদর এবং শহর কমিটির আহবানে যৌথভাবে আলোচনাসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।