দেশজুড়ে

গ্রেনেড হামলার বিচারের দাবিতে বীরগঞ্জে র‌্যালী ও প্রতিবাদ সভা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে র‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ১২টায় ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর হত্যার উদ্দেশ্যে সহ নেতাকর্মীদের উপরে ভয়াল ২১ আগস্ট গ্রেনেট হামলায় আইভি রহমান সহ অনেক নেতাকর্মীকে হত্যা ও পঙ্গু করায় বিচারের দাবিতে র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার ছাত্রলীগের সভাপতি বিকাশ চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, মরিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আজম ইসলাম, ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার সেচ্ছাসেবকলীগের সভাপতি রজিবুল ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button