দেশজুড়ে

কুষ্টিয়ায় একদিনে ৮ মৃত্যু

গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ৮ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

২০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৪৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০৯ জন এবং ৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৭ জনে। নতুন ৫০ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৫ জন। গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button