দেশজুড়ে

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ খুলনা হতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাচ্চু মল্লিককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ । বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১১টায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার বর্ণী গ্রামের মোঃ রুহুল মল্লিক এর পুত্র মোঃ বাচ্চু মল্লিককে গ্রেফতার করে ৷

র‌্যাব জানায়, রামপাল তাপবিদ্যুত কেন্দ্র থেকে মালামাল চুরির মামলায় বাচ্চু একজন এজাহারনামীয় আসামী ৷ সে পলাতক ছিলো ৷ বাচ্চু মল্লিক খুলনা জেলার রূপসা থানাধীন গ্রীন বাংলা এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে র‌্যাব খবর পায় । পরে সেখানে অভিযান চালিয়ে আসামী কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী চোরাকারবারি চক্রের সদস্য এবং তারা সংঘবদ্ধভাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার, লোহার এংগেল, লোহার পাইপ সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে পাচার করত বলে জানিয়েছে র‌্যাব ৷

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে র‌্যাব রামপাল থানায় হস্তান্তর করেছে। তাকে কোর্টে প্রেরণ করা হবে ৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button