দেশজুড়ে

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার ত্রি বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে তাদের নিজস্ব কার্যালয়ে শপথের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. সোহেলুর রহমান সোহেল। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

শপথ গ্রহণ করেন জেলা শাখার সভাপতি মো. সোহরাব আলী, সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার, সহ-সভাপতি উত্তম পোদ্দার ও মো. নুরুল হুদা খান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সহসাধারণ সম্পাদক মো. রমিজুল ইসলাম ও খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল হাসান, কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী, আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান ময়ির, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক হাসান, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুজন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান বিথি, সমাজ কল্যান সম্পাদক মো. আনিসুল ইসলাম তালুকদার মিশন ও দপ্তর সম্পাদক মো. লুৎফর রহমান।

এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি এ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button