চারঘাটে বঙ্গবন্ধুর শাহাদত বাষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা

0
75

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজাশাহীর চারঘাটে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বাষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চারঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে নওদ্বাড়া ত্রিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি আলমগীর মুশেদ রঞ্জু, সহসভাপতি মাহমুদ হাসান ফয়সাল, সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রওফ, সহসভপতি, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সহ সম্পাদক কামাল হোসেন, সদস্য সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু জীবনের উপর আলোকপাত করেন এবং জেলা যুবলীগ এর পক্ষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনাশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।