রামপালে নদীখননে নদীগর্ভে বিলীন গ্রামের প্রধান রাস্তা
সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ মোংলা ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন শাখা নদী খননের কারনে রামপাল সদরের ওড়াবুনিয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে ৷ রামপাল সদর থেকে গ্রামের সংযোগ একমাত্র রাস্তাটি না থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা ৷ কৃষি ও খাদ্য পন্য পরিবহন, রোগী ও বয়স্ক মানুষজন নিয়ে যাতায়েত করতে ব্যাপক দূর্ভোগ পোহাচ্ছেন তারা ৷
স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস আগে মোংলা-ঘষিয়াখালী সংলগ্ন হুড়কা-বগুড়া নদী খনন করা হয় ৷ তারপরই নদীর পাড়ে ভাঙ্গন ধরে ৷ এতে নদীর পাড় সংলগ্ন ১০/১২ ফিট প্রস্থের ইটের রাস্তাটির প্রায় ৪০০ মিটার সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ।
স্থানীয় বাসিন্দা সুভাশিষ মন্ডল বলেন, “আগে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও গবাদিপশু চলাচল করলেও এখন তাদের পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়” ৷ একই গ্রামের মৃতোশ মন্ডল, প্রতীম মন্ডল সহ বেশ কয়েজন গ্রামবাসী বলেন , “রাস্তা না থাকায় গ্রামের কোনো ব্যাক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ারও কোনো উপায় নেই ৷ এছাড়া গবাদিপশু আনা-নেয়া, হাটবাজার ও ছেলেমেয়েদের স্কুল কলেজে যাওয়ারও রাস্তা নেই ৷ আমরা পাকা রাস্তার দাবী জানাই” ৷
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন,”বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় এবং এলজিআরডির প্রকৌশলী রাস্তাটি পরিদর্শন করেছেন ৷ রাস্তার কাজের জন্য প্রকল্প আকারে পাঠানো হয়েছে ৷ দ্রুততম সময়ের রাস্তাটি মেরামতের ব্যাবস্থা করে দেবে বলে তারা আমাদের জানিয়েছেন ৷ তাছাড়া সেখানে দুঃস্থ যারা আছেন তাদের আমরা ত্রান সহায়তা দেয়ার ব্যাবস্থা করবো” ৷