দেশজুড়ে

মুন্সীগঞ্জে ৫ কেজি গান পাউডার ও ৪০৮ পিস বিয়ারের ক্যান উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ৫ কেজি গান পাউডার ও ৪০৮ পিস বিয়ারের ক্যান উদ্ধার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৯ই আগষ্ট) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত মোতালেবের বাড়ীতে অভিযান চালিয়ে এসব মাদক ও বিস্ফোরক দ্রব উদ্ধার করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের এর নেতৃত্বে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার বাড়ী থেকে ৫ কেজি গান পাউডার, ২ কেজি কাচের টুকরা ও ৪০৮ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পৃথক ভাবে বিস্ফোরক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রাসঙ্গিক, উদ্ধার মাদক ও বিস্ফোরক দ্রব্যের সাথে জড়িত পলাতক আসামি খলিল ফকির এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় ইতিপূর্বে ০৫ টি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button