মারা গেল বিশ্বের ‘সবচেয়ে ছোট’ গরুটি
বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে আলোচিত সাভারের চারিগ্রামে শিকর এগ্রো ফার্মের রানী নামের ক্ষুদ্র গরুটি বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সাভারের চারিগ্রামের অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখলেও সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব জানান, রানী নামের বিশ্বের ক্ষুদ্র গরুটি বৃহস্পতিবার সকালে পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বেলা পৌনে ১১টায় সাভার হাসপাতালে নিয়ে আসে ফার্ম কর্তৃপক্ষ। ডাক্তাররা দেড় ঘণ্টা চিকিৎসা করেন রানীর। পরে সোয়া ১২টার দিকে মারা যায় গরুটি।
দেশ ও বিদেশে আলোচিত ও গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ছিল ২৬ কেজি।
এ ব্যাপারে ডাক্তার সাজেদুল ইসলাম জানান, গুরুটির ব্লট/টিম্পানি রোগ বা পেটে গ্যাস জমেছিল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা করে বাঁচাবার অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।
এ বিষয়ে জানার জন্য ফার্মের মালিক কাজী আবু সুফিয়ানকে বারবার মোবাইল করলেও তাকে পাওয়া যায়নি।
ফার্মের এক কর্মচারী জানান, এ বছর কুরবানির সময় গরুটির দাম উঠেছিল ৫ লাখ টাকা। তারপরও রানীকে বিক্রি না করে মায়ার বাঁধনে আটকে রেখেছেন তারা। এখন রানীর কী অবস্থা তিনি জানেন না।