বাংলাদেশের মুসলিম উম্মাহর অভিভাবকের মৃত্যুতে এনডিপির শোক

0
102

হেফাজতে ইসলামের আমির, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি।

১৯ আগস্ট, বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, মাত্র ৬৭ বছর বয়সে বাংলাদেশের মুসলিম উম্মাহর অভিভাবক, তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

তার মৃত্যুতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের একজন প্রিয় অভিভাবক হারালো।নেতৃৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।