মানুষজনকে কাবুল এয়ারপোর্ট ছাড়তে বলেছে তালেবান
তালেবানরা রোববার কাবুল শহর দখল করে নেয়ার পর কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এবং বাইরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছে তালেবান এবং নেটোর কর্মকর্তারা। তালেবান আতঙ্কে দ্রুত দেশ ছাড়তে চাওয়ার ঘটনায় ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। খবর আল আরাবির।
একজন তালেবান কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, বন্দুকের গুলি বা পদপিষ্ট হয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। তিনি জানান, যাদের ভ্রমণের বৈধতা নেই, তাদের উচিত বাড়ি ফিরে যাওয়া। দেশ ছাড়ার আশায় এখনও বহু মানুষ ওই এয়ারপোর্টে ভিড় করে আছে।
ওই তালেবান কর্মকর্তা বলেন, আমরা বিমানবন্দরে কাউকে আঘাত করতে চাই না। তবে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা। ভ্রমণের বৈধ কাগজপত্র বা ফ্লাইটের প্রতিশ্রুতি না থাকলেও বুধবার রাতেও বহু মানুষ কারজাই বিমানবন্দরে জড়ো হতে থাকে।
ওই ব্যক্তিরা বিমানবন্দরের গেটে জড়ো হয়েছে। তালেবান বাহিনী যখনই বিমানবন্দরের গেট খুলছে, তখনই বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে মানুষজন। তখন সতর্ক করে দিতে ফাকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একজন মার্কিনিকেও আফগানিস্তানে ফেলে আসবে না যুক্তরাষ্ট্র।