আন্তর্জাতিক

ভারতে নতুন করে ৩৬ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতের দৈনিক সংক্রমণ বুধবারের তুলনায় একটু বাড়লেও বৃহস্পতিবার তা ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮।

পাঁচদিন পর ভারতের দৈনিক মৃত্যু ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। পুরো অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৩ হাজার ৪৯ জনের। এদিকে, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। ভারতে করোনা পরীক্ষার মোট সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। অতিমারির শুরু থেকে এখন অবধি ভারতে করোনা পরীক্ষা হয়েছে ৫০ কোটি ৩ লাখ ৮৪০।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button