মুন্সীগঞ্জে একসঙ্গে ৩ ছেলে শিশুর জম্ম

0
126

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে একসঙ্গে ৩ (তিন) ছেলে শিশুর জন্ম দিয়েছেন মোসাঃ সোমা নামের এক প্রসূতি মা। বুধবার (১৮ আগষ্ট ) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারের কাজী মার্কেটে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি সেন্টার নামের ক্লিনিকে এই ৩ শিশুর জম্ম হয়।

তথ্য সুত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার কাজী মার্কেট অবস্থিত ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি সেন্টারে গাইনি চিকিৎসক ডাঃ আমেনা খাতুন তানিয়া এবং এনেস্থিসিয়া চিকিৎসক ডাঃ নাসিরউদ্দিন ইকবাল এর তত্ত¡াবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ ছেলে শিশুর জন্ম দেন মোসা. সোমা নামের এক প্রসূতি। নবজাতক ৩ শিশু ও প্রসূতি মা সকলেই সুস্থ আছে।

নবজাতকদের পিতা মো. মিলন হোসেন জানান, আল্লাহর রহমতে কোনও সমস্যা ছাড়াই তিন ছেলে সন্তানের বাবা হলাম। শিশুরা সবাই সুস্থ আছে। আমি সবার কাছে দোয়া কামনা করছি।