দেশজুড়ে

জামালপুর সদরের সাবেক এমপি রেজা খান আর নেই

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ ,জামালপুর-৫ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জামালপুর পৌরসভা ও জেলা পরিষদের সাবেক (প্রথম )চেয়ারম্যান রেজা খান আর নেই, আজ দুপুর ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে-ওয়া-ইন্নাইলাইহি রাজিউন।

মরহুম-রেজা খানের জানাযার নামাজ আজ রাত সাড়ে ৯টায় ঢাকায় আজিমপুরে অনুষ্ঠিত হবে, জানাযার নামাজ শেষে মরহুমকে ঢাকা আজিমপুর কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

তিনি স্ত্রী, ১কন্যা ও ২ পুত্রসহ নাতী-পুতি রেখে গেছেন। মেয়ে শামসুন নেছা রিপা সন্তানদের মধ্যে সবার বড়। বড় ছেলে ইমরান আহমেদ খান পাপ্পা ও ছোট ছেলে ইরফান আহমেদ খান বাবু। তার সন্তানরা সকলেই আমেরিকা প্রবাসী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button