শিক্ষা
এসএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্ট পাঠানোর চিঠিতে শিক্ষা অধিদপ্তর বলেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। সব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত।