পরীমনির আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন
আরেক দফা পরীমনির রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে আদালতে। এ আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় পরীমনির জামিন শুনানি হওয়ার কথা ছিল বুধবার।
এ দিন দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।
আদালত চত্বরে পরীমনির আইনজীবীরা রিমান্ড আবেদন নিয়ে হতাশা প্রকাশ করেন। জানা যায়, রিমান্ড আবেদন ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। গত ৪ আগস্ট ‘বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।