মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
নিহত ওই ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের মো. আলম মিয়ার (প্রবাসী) ছেলে রাব্বি মিয়া (১৪)। সে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো বলে জানা গেছে।
নিহতের প্রতিবেশী মো. সানোয়ার হোসেন জানান, মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে নষ্ট হওয়া মাল্টিপ্লাগ ঠিক করতে যায় রাব্বি। মাল্টিপ্লাগের লাইন চেক করার এক পর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ফয়েজ উদ্দিন জানান, নিহতের পরিবার লাশ বিনা ময়না তদন্তের জন্য থানায় আবেদন করেছেন। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।