শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

0
111

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আটপাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান মরহুম আলী হোসেনের বাড়িতে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি একেএম আবুল কালাম আজাদ।

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম পার্থর সভাপতিত্বে কর্মী এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মো. খোকন শেখের সঞ্চালনায় কর্মী সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহ আলম, মো. ইমদাদুল হক রজিন, মো. ফয়সাল আহম্মেদ রনি, দিপু খান, সোহেল খান, রাজিব তালুকদার রাজু, শহিদুল ইসলাম, সাইফুল মাঝি, কামরুল হাসান প্রমুখ।