রামপালে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে বাগেরহাট জেলা প্রশাসকের মতবিনিময়

0
96

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ৷ মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুর ১২ টায় রামপাল উপজেলা কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৷ এর আগে তিনি নির্মিতব্য টাটের ব্রিজ এবং ফয়লাহাট বেইলি ব্রিজ ও রামপাল ভূমি অফিস পরিদর্শন করেন ৷

জেলা প্রশাসক সরকারী সেবাগ্রহীতাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “সরকারী সেবা মানুষের কাছে পৌছে দিতে সরকারী কর্মকর্তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে ৷ এ সময় তিনি অতিদ্রুত উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার , পানি নিষ্কাশন এবং সুপেয় পানির দ্রুত ব্যাবস্থা নিশ্চিত করা সহ বিভিন্ন সরকারী সেবা দ্রুততম সময়ে প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন” ৷

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোঃ কবীর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, পিআইও মোঃ মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা নির্বাচন কমিশনার মোঃ জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহীন রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলজার হোসেন, হামিমা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ৷