শ্রীনগরে ১৬ জনের করোনা শনাক্ত

0
111

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ১৩৭৭। সুস্থ হয়েছেন ১১৭৫ জন। মারা গেছেন ৭ জন।

মঙ্গলবার বিকালে সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৮৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

করোনার হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন ও কোভিট-১৯ টিকা গ্রহনের আহবান করেন তিনি।