রাজধানী

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: ডিসিসহ পুলিশের কয়েকজন আহত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন তেজগাঁও বিভাগের একজন এডিসি, শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সিসহ কয়েকজন কর্মকর্তা। আহতরা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শেরবাংলা নগর থানার ওসি জানে আলম বলেন, সংঘর্ষে আমিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। বাকিরা ঢামেক হাসপাতাল ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা চলে প্রায় ৪৫ মিনিট। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button