আইন ও আদালত

২২ আগস্ট থেকে আগাম জামিন শুনানি শুরু

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হাইকোর্ট বিভাগে আবারও শুরু হচ্ছে আগাম জামিন আবেদনের ওপর শুনানি। আগামী ২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button