সংকট সমাধানে ‘ঐতিহাসিক সুযোগ’ কাজে লাগান, আফগান প্রতিনিধিদলকে পাকিস্তান

0
92

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরোশি আফগানিস্তানে ক্ষমতার পালাবদলকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশটির সংকট সমাধানে রাজনৈতিক নেতাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।

আফগানিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ (রোববার) বৈঠকের পর পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। আফগানিস্তান থেকে প্রতিনিধিদলটি পাকিস্তান পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি তাদেরকে স্বাগত জানান।

গতকাল তালেবান রাজধানী কাবুল দখল করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেখানে অনেকটা বিশঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি আফগানিস্তানের সমস্ত নেতা দেশটির বৃহ্ত্তর স্বার্থে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করবেন।

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।” কোরেশি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, টেকসই ও উন্নত আফগানিস্তান প্রতিষ্ঠা করা। পার্সটুডে