বড় জয়ে মেসিবিহীন বার্সার যাত্রা শুরু
রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে লিওনেল মেসি পরবর্তী যুগ শুরু করলো বার্সেলোনা। লা লিগায় জোড়া গোল করেছেন ডেনিস স্ট্রাইকার কার্লোস ব্রাথওয়েট।
রোববার (১৫ আগস্ট) ১৭ মাস পরে ক্যাম্প ন্যুতে দর্শকের সামনে খেলতে নামে বার্সা। ১৯ মিনিটে মেমফিস ডিপের পাস থেকে ব্লাউগ্রানাদের লিড এনে দেন জেরার্ড পিকে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ও ৫৯ মিনিটে জোড়া লক্ষ্যভেদে ব্যবধান ৩-০ করেন ব্রাথওয়েট। ৮২ মিনিটে জুলেন লোবেতে ও ৮৫ মিনিটে মিকেল ওয়ারজাবাল ব্যবধান কমিয়ে সোসিয়েদাদ পক্ষে পয়েন্ট ভাগাভাগির হুমকি দেন।
তবে ইনজুরি টাইমে সার্জিও রবার্তো গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের দল।
অন্য ম্যাচে অ্যাঞ্জেল কোরেয়ার জোড়া লক্ষ্যভেদে সেল্টাভিগোকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। আর এরিক লামেলার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৩-০ তে উড়িয়ে দিয়েছে সেভিয়া।