দেশজুড়ে
চারঘাটে থানাপাড়া সোয়ালোজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজাশাহীর চারঘাটে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বাষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
রবিবার সকালে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে নিজস্ব হলরুমে আলোচনা
সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
থানাপাড়া সোয়ালোজের নিবাহী পরিচালক রায়হান আলী সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, হিসাব রক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম, ফিল্ড অগানাইজার গোলাম মোস্তাফা, প্রডিউসার রিলেশান অফিসার জান্নাতুল মুনতেহিরা মৌটুসি ইলাসহ বিভিন্ন প্রকল্পে কমকতা ও উৎপাদনকারীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।