এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালন

0
138

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : ১৫ আগস্ট-২০২১ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, অালোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ।

দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং জাতীয় শোক দিবস পালন কমিটির সদস্য মো. বাবর আলী তালুকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অানোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. সেকান্দার আলী সিকদার লেবু, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বাবুল বোস।

আলোচনায় অংশ নেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা বেগম, গনিত শাস্ত্রের সহযোগী অধ্যাপক মো. সাইদুল ইসলাম প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান।