বিরামপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য সহয়তা বিতরণ
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৫ ই আগস্ট রবিবার বিকেল ৪ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর মুজিবর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিরামপুর পৌরসভা চত্তরে বিরামপুর পৌরসভা থেকে অসহায় গরীব দুখী মানুষের মাঝে পৌরসভার মেয়র আক্কাস আলীর এর সার্বিক আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর থানার সিনিয়র এএসপি সার্কেল ওয়াহিদুন্নবি, ওসি সুমন কুমার মহন্ত, ওসি (তদন্ত) মতিয়ার রহমান,মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, পৌরসভার কাউন্সিলর বৃন্দ,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি (এমপি) শিবলী সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
এসময় পৌর মেয়র আককাস আলী বলেন- পৌরসভার ১ থেকে ৯টি ওয়ার্ডে করোনা ভাইরাস দূর্যোগে সমসাময়িক ভাবে কর্মহীন হয়ে পড়া ৭ শ উপকারভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।