দেশজুড়ে

হরিপুরে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

জসীম উদ্দীন ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসের কর্মসূচি অনুয়াযী সূয্য উদয়ের সাথে সাথে সকল সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠান,ভবন,দোকান পাট,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নিমিত ভাবে উওোলন করে দিবসের কর্মসূচি শুরু হয়।

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনর্চাজ আওরঙ্গজেব, উপজেলা আ”লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা নগেন কুমার পাল ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইযুম পুষ্প ও মোতাহারা পারভিন সুমি, অধ্যক্ষ সৈয়দুর রহমান,দূনীর্তি প্রতিরোধ কমিটির সম্পাদক নগেন্দ্র রাম দাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সবিনা ইয়াসমিন রিপা, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা , উপজেলা আ’লীগের যুগ্নসাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমজাদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ । আলোচনা সভাশেষে দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন কারি স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন, বৃক্ষ রোপন ও যুব ঋন বিতরন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button