ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার(১৫ আগষ্ট) সকালে ধামরাই উপজেলার ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির এর মাধববাড়ি ঘাট এলাকায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজনের মাধ্যমে শোক দিবসের
অনুষ্ঠান পালন করা হয়।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য (সাবেক এমপি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন দেওয়ান, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত, যুবলীগ নেতা বাবু, শফিক প্রমুখ।
শোক দিবস অনুষ্ঠানে ৭৫ এর ঘাতক খুনিদের ধরে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান সাবেক এমপি এম এ মালেক ।
শোক দিবস উপলক্ষে থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন ও গণভোজের আয়োজন করেন।