দেশজুড়ে

ঘাটাইলে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ রবিবার (১৫ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ উপলক্ষে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরনী সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যন কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা প্রমূখ। আলোচানা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন স্থানে কাঙ্গালীভোজের আয়োজন করে।

এদিকে সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঘাটাইল পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button