দেশজুড়ে

মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শনিবার দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার থেকে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবক মুরাদ মৃধা(২৮) গুলিশাখালী গ্রামের কামরুজ্জামান পলাশের পুত্র।

র‌্যাব-৬(স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গুলিশাখালী বাজারের হাসিব গার্মেন্টস্ এন্ড সু ষ্টোরের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুরাদ মৃধাকে ৮ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button